নর্থ সাউথের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ
৬ আগস্ট ২০১৮ ১৭:০০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ চলছে। ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুঁড়ছে। বিপরীত দিক থেকে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও তাদের ওপর হামলা চালাচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বিকেল ৫টার দিকেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এ সময় শিক্ষার্থীরা নর্থ সাউথ ক্যাম্পাস থেকে ক্রমেই বসুন্ধরা আবাসিক এলাকার গেট পর্যন্ত এসে অবস্থান নিয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে সোমবার (৬ আগস্ট) সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। তখন থেকেই দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বসুন্ধরা এলাকায় নর্থ সাউথের সামনের সড়কে সকালে কিছু শিক্ষার্থী নেমেছিল। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারে। এরপর পুলিশ তাদের সরাতে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে দুপুরের দিকে তারা আবারও পুলিশের ওপর চড়াও হয়।
সকাল থেকেই ওই এলাকার পরিস্থিতি থমথমে। যানচলাচল বন্ধ রয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এনএসইউ শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করার চেষ্টা করে। সোমবার সকালে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়েও পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন-
শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে শাহবাগ ‘ফ্রি’ করলো পুলিশ
সারাবাংলা/এসএ/জেডএফ