Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিএ অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে রাত ৯টা: কাদের


৬ আগস্ট ২০১৮ ১৮:৩৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: যানবাহনের ফিটনেট সনদ দেওয়া ও নবায়ন, চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া ও নবায়নসহ জরুরি সেবা দিতে সারাদেশের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিস এখন থেকে সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার ৬ দিন সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ আগস্ট) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিতের তাগিদে সাম্প্রতিক সময়ে প্রতিদিনই বিআরটিএ অফিসে সাধারণের ভিড় বাড়ছে। সকলেই যানবাহনের ফিটনেট সনদ, ড্রাইভিং লাইসেন্সসহ একাধিক সেবা নিতে প্রতিদিনই বিআরটিএ-এর বিভিন্ন অফিসে আসছেন। সবাইকে দ্রুত এবং জরুরি সেবা দিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’

সারাবাংলা/জেআইএল/এমআই

পরিবহন মন্ত্রী বিআরটিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর