Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্দোলনে সক্রিয় থাকায় আমির খসরুর বিরুদ্ধে মিথ্যা মামলা’


৭ আগস্ট ২০১৮ ২০:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় তথ্যপ্রযুক্তি আইনে মিথ্যা মামলা দিয়ে সরকার আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। মঙ্গলবার(০৭ আগস্ট) বিকেলে চট্টগ্রামে এক প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করা হয়। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এই সমাবেশ ডাকে চট্টগ্রাম মহানগর বিএনপি।

বিজ্ঞাপন

সমাবেশে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎ হোসেন বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো একজন দেশবরেণ্য ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে বানোয়াট অডিও ফোনালাপ ব্যবহার করে সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার শেষ চেষ্টা করছে। আন্দোলন সংগ্রামে তার সক্রিয় ভূমিকা থাকার কারণে তথ্যপ্রযুক্তি আইনে মিথ্যা মামলা দিয়ে তাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও অন্যায়ভাবে সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার তাকে কারাগারে বন্দি করে রেখেছে। সরকার আরেকটি প্রহসনের নির্বাচন করার যে প্রকল্প হাতে নিয়েছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমির খসরুকে হয়রানি করা হচ্ছে। আমির খসরুর বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চট্টগ্রামবাসী রুখে দেবে।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন। এটি কোন দল বা গোষ্ঠীর দাবি নয়। কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনও সরকার নির্মম-নিষ্ঠুরতায় দমন করেছে।

সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে সরকার, জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে আমির খসরু মাহমুদ চৌধুরীর মিথ্যা অডিও ফোনালাপ প্রচার করছে। দেশে কোন যৌক্তিক আন্দোলন শুরু হলেই সরকার অডিও প্রচার করে বিএনপি নেতাদের দোষারোপ করে। ফেনীতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ছাত্রলীগের হামলার ঘটনাকে ধামাচাপা দিতে ডা. শাহাদাত হোসেনের নামে মিথ্যা অডিও প্রকাশ করা হয়েছিল। আমির খসরু মাহমুদ চৌধুরীর ক্ষেত্রেও তাই করা হয়েছে।

বিজ্ঞাপন

নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এম শামছুল আলম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এম এ আজিজ ও মোহাম্মদ মিয়া ভোলা, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নারী কাউন্সিলর জেসমিনা খানম।

সমাবেশকে কেন্দ্র করে নাসিমন ভবনের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

গত শনিবার(০৪ আগস্ট) বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার ছাত্রদলের এক নেতার সঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ফোনালাপ ছড়িয়ে পড়ে, যাতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে ছাত্রদলকে যুক্ত হবার কথা বলতে শোনা যায় খসরুর কণ্ঠে।

এই অডিও ফোনালাপ নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর শনিবার রাতে নগরীর কোতয়ালী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় একটি মামলা দায়ের করেন।

সারাবাংলা/আরডি/এনএইচ

আরও পড়ুন,
আমীর খসরুর বিরুদ্ধে চট্টগ্রামে ৫৭ ধারায় মামলা
আমীর খসরুর সঙ্গে ফোনে কথা বলা সেই ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ

আমির খসরু বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর