Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে নাগরিক সমাবেশ


৮ আগস্ট ২০১৮ ২২:৩৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাটের শরণখোলায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। বুধবার(৮ আগস্ট) সকাল ১০টায় পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন অব্যবস্থাপনা, গ্রাহক হয়রানি ও দুর্নীতি প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। সমাবেশে দাবি করা হয় পল্লী বিদ্যুৎ সমিতি ১৫ হাজার গ্রাহককে বিভিন্নভাবে জিম্মি করে রেখেছে।

বিজ্ঞাপন

শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কের দুই পাশে শত শত মানুষের উপস্থিতিতে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জানান, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ন্যায় গ্রাহকদের রক্ত চুষে নিচ্ছে। সম্প্রতি একটি এজেন্ট ব্যাংকের মাধ্যমে কৌশলে বিলের সাথে অতিরিক্ত ৫ থেকে ১২টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হচ্ছে। এছাড়া, ভৌতিক বিল, নতুন সংযোগ, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জসহ নানা কারণ দেখিয়ে  কোটি কোটি টাকা দুর্নীতি করছে প্রতিষ্ঠানটি।

গ্রাহকরা দাবি করেন, নিজেদের টাকায় মিটার কিনেও প্রতি মাসে তাদেরকে ১০টাকা করে মিটার ভাড়া গুনতে হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির এসব দুর্নীতি ও হয়রানি বন্ধ করা না হলে বিল পরিশোধ বন্ধ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।

বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মাষ্টার সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ খালেক খাঁন, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি সদস্য জালাল উদ্দিন রুমী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাসান মীর, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব জিয়াউল হাসান তেনজিন, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সবুজ, সোহাগ ফকির, তাইজুল ইসলাম মিরাজ, এম. এইচ শাহিন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেবি/এনএইচ

আরও পড়ুন,
নতুন বিদ্যুৎ সংযোগের নামে কমলগঞ্জে লাখ টাকার বাণিজ্য

পল্লী বিদ্যুৎ সমিতি বাগেরহাট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর