Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইআরএফ-এর সভাপতি দিলাল, সাধারণ সম্পাদক রাশেদ


১০ আগস্ট ২০১৮ ২১:৪৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আগামী ২০১৮-১৯ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের প্লানিং এডিটর সাইফুল ইসলাম দিলাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার এস এম রাশিদুল ইসলাম। এ ছাড়া সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহনেওয়াজ।

শুক্রবার (১০ আগস্ট) রাজধানীর পুরান পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০১৮-১৯ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ফলাফল এ ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সাইফুল ইসলাম দিলাল ৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক জনকন্ঠের বিজনেস এডিটর কাওসার রহমান পেয়েছেন ৭২ ভোট। সহসভাপতি পদে সৈয়দ শাহনেওয়াজ করিম পেয়েছেন ১০৩ ভোট, তার প্রতিদ্বন্দী আমাদের অর্থনীতির বিশ্বজিৎ দত্ত পেয়েছেন ৬৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী এস এম রাশিদুল ইসলাম পেয়েছেন ৮৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল আইয়ের রিজভী নেওয়াজ পেয়েছেন ৪৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সাইফুল ইসলাম পেয়েছেন ৩৩ ভোট। ইআরএফের ১৮৭ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোট দেন। এরমধ্যে একটি ব্যালট বাতিল হয়েছে।

এদিকে সহসাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের গোলাম মঈনুল আহসান, অর্থ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের শাহজাহান সিরাজ সাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া চারটি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দৌলত আক্তার মালা, নয়া দিগন্তের আশরাফুল ইসলাম, এসএ টেলিভিশনের সালাহউদ্দিন বাবলু এবং সুনীতি কুমার বিশ্বাস।

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসাবে ছিলেন, একুশে টিভির প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

সারাবাংলা/জিএস/এমআই

ইআরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর