।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর রমনা পর্কের ভেতরের পুকুরে ডুবে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলো— আব্দুল্লাহ আল মাহফুজ ও নাঈমুজ্জামান চৌধুরী আদনান।
পুকুরে ডুবে যাওয়ার পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
মৃত দুই শিক্ষার্থীর সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী আরিফ হোসেন জানায়, রোববার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা স্কুল ফাঁকি দিয়ে রমনা পার্কে যায়। দুপুর ৩টার দিকে রমনা পার্কের ভেতরের একটি পুকুরে গোসল করতে নামে আদনান ও মাহফুজ। তাদের মধ্যে আদনান সাঁতার জানত না। এ সময় আদনান তলিয়ে গেলে মাহফুজ তাকে উদ্ধার করতে যায়। কিন্তু উদ্ধার করতে না পেরে দু’জনেই পুকুরে ডুবে যায়।
পরে স্থানীয়রা দুই শিক্ষার্থীকে পুকুর থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আব্দুল্লাহ আল মাহফুজের বাবা মাসুদ রানা। তারা তেজগাঁও কলোনি বাজার এলাকায় থাকত তারা। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায়। অন্যদিকে, নাঈমুজ্জামান চৌধুরী আদনানের বাবা হাসানুজ্জামান চৌধুরী। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী থানায়। ঢাকায় মালিবাগের গুলবাগ এলাকায় থাকত তারা।
সারাবাংলা/এসএসআর/এসএইচ/টিআর