হবিগঞ্জে রাজাকার ছালেক মিয়া গ্রেফতার
১৪ আগস্ট ২০১৮ ১১:৩৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
হবিগঞ্জ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার পলাতক আসামি ছালেক মিয়া (৭০) কে গ্রেপ্তার করেছে হবিগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি শাহ আলম জানান, রোববার (১২ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হবিগঞ্জের দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৩ আগস্ট) দুপুরে ডিবির একটি দল পুলিশ লাখাই উপজেলার জিরান্ডা গ্রামে অভিযান চালিয়ে ছালেক মিয়াকে গ্রেফতার করে।
দুপুরে ছালেক মিয়াকে গ্রেফতার করা হলেও গতরাত ১০টার দিকে বিষয়টি সাংবাদিকদের জানায় ডিবি পুলিশ।
প্রসঙ্গত, উপজেলার মুড়িয়াউক-জিরান্ডা এলাকায় ১৯৭১ সালে পাকিবাহিনীর সহযোগীতায় তৎকালীন পাকিস্তান নেজামী ইসলাম পার্টির নেতা মৌলানা শফী উদ্দিন, ছালেক মিয়াসহ স্থানীয় রাজাকাররা হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ভাংচুরসহ নানা মানবতাবিরোধী অপরাধ ঘটায়। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই গ্রেফতার করা হলো ছালেক মিয়াকে।
সারাবাংলা/এসএমএন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছালেক মিয়া মানবতাবিরোধী অপরাধ রাজাকার