চট্টগ্রামে আগুনে পুড়ল ১১৭ ঘর
১৫ আগস্ট ২০১৮ ১৩:৫৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার রেলগেট এলাকায় আগুনে চারটি বস্তির ১১৭টি ঘর পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৪ আগস্ট) গভীর রাত পৌনে তিনটায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি প্রায় সাতঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন।
তিনি জানান, আগুনে রেলগেট এলাকার মুন্সি কলোনি, মোক্তার কলোনি, বাদল কলোনি ও দিলুনির কলোনির এক কক্ষ বিশিষ্ট মোট ১১৭টি কাঁচা ঘর পুড়ে গেছে।
আলমগীর নামের এক ব্যক্তির চা দোকানের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়, বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। রেলওয়ে পূর্বাঞ্চলের মালিকানাধীন জমিতে অবৈধভাবে এসব বস্তি গড়ে তোলা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
সারাবাংলা/আরডি/এমআই