Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইবার আক্রমণ রোধে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সতর্কতা


১৬ আগস্ট ২০১৮ ১৮:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার আক্রমণ মোকাবিলায় বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে এক চিঠির মাধ্যমে তফসিলী ব্যাংক কর্তৃপক্ষকে সতর্কতার বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে সই করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লীলা রশিদ।

ওই সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা এবং গণমাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাংকিং ব্যবস্থা হ্যাকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ-এর খবর প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে সাইবার অপরাধীরা পেমেন্ট সিস্টেমস্ হ্যাক করে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে এ অর্থ হাতিয়ে নেয়। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশও এ ধরনের সাইবার সিকিউরিটি এবং হ্যাকিং সংক্রান্ত নিরাপত্তা হুমকিতে রয়েছে।

এমন অবস্থায় সাইবার নিরাপত্তা বিষয়ে নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/জেআইএল/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর