Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক


১৬ আগস্ট ২০১৮ ১৮:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: দ্বীপ উপজেলার হাতিয়ার চর ঘাসিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১ জলদস্যুকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের নির্বাহী প্রধান এম হামিদুল ইসলাম ও হাতিয়া স্টেশন কন্টিজেন্ট কমান্ডার লে. শাকিল আহমেদ এই অভিযান চালায়। এ সময় জলদস্যু ফোকরা বাহিনীর প্রধান ফোকরা তার সহযোগীসহ পালিয়ে গেলেও তার সেকেন্ড ইন কমান্ডার ক্যাশিয়ার মো. নাসির উদ্দিনকে বিপুল পরিমান অস্ত্রসহ আটক করে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রকেট ফ্লেয়ার ৪টি, দেশীয় একনলা বন্দুক ১টি, ওয়ানস্যুটার ১টি, কার্তুজ ৯টি, মোবাইল ৮টি, সিম ৯টি অস্ত্রের ব্যাগ ১টি। তার বিরুদ্ধে হাতিয়া থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে কোস্টগার্ড সূত্রে জানা যায়।

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর