Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় চিকিৎসাধীন হাজতির মৃত্যু


১৭ আগস্ট ২০১৮ ২২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নওগাঁ: নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় মো. সাজু (২২) নামে এক হাজতি যুবকের মৃত্যু হয়েছে। মাদক মামলায় আসামি ছিল সাজু।

শুক্রবার (১৭ আগস্ট) রাত ৮ টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাজু নওগাঁ সদর উপজেলার উকিল পাড়ার আব্দুল মান্নানের ছেলে।

নওগাঁ জেল সুপার শাহ আলম খান বলেন, গত ১৭-৭-২০১৮ তারিখে মাদক মামলায় জেলে আসে সাজু। এর আগেও বেশ কয়েকবার মাদক মামলায় জেলে আসছিল সে। জেলে আসার পর থেকে সাজু বুকের ব্যাথা এবং কাশিতে ভুগছিলেন। শুক্রবার বিকেলে হঠাৎ করেই বেশ কয়েকবার বমি করলে দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। তারপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে সাজু মারা যায়।

বিজ্ঞাপন

মৃতদেহটি ময়নাতদন্তের পর আইনি প্রত্রিকায় শেষে তার পরিবারের কাছ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর