পটুয়াখালীতে ৭ মামলার আসামি জুয়েল প্যাদা গ্রেফতার
১৮ আগস্ট ২০১৮ ১৭:৩৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুয়াকাটা : পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জুয়েল প্যাদাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কলাপাড়া উপজেলার চাকামইয়া পুরাতন ব্রিজের কাছে মোকলেসের স’মিলের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ জুয়েলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। জুয়েলের বাড়ি কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে।
র্যাব জানিয়েছে, অন্তত ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে জুয়েল প্যাদার নামে। তিনি স্থানীয় সন্ত্রাসী মোড়ল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক হাছান আলী জানান, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিলো যে চাকামইয়া এলাকায় অস্ত্র নিয়ে একজন অবস্থান করছে। এর ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে কলাপাড়া উপজেলার চাকামইয়া পুরাতন ব্রিজের উপর অভিযান চালায় র্যাবের একটি দল। সেখানে মোকলেসের স’মিলের সামনে থেকে জুয়েল প্যাদাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কোমরে একটি ওয়ান শ্যুটারগান ও পকেটে চারটি কার্তুজ পাওয়া যায়।
জুয়েলের নামে কলাপাড়া, আমতলী ও পটুয়াখালী থানায় হত্যা, অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে।
সারাবাংলা/এসএমএন