Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফলোআপ এনজিওগ্রাম শেষ, সুস্থ আছে রাবেয়া-রোকাইয়া


১৯ আগস্ট ২০১৮ ১৬:৪৯ | আপডেট: ১৯ আগস্ট ২০১৮ ১৬:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: তিন ঘণ্টার ফলোআপ অস্ত্রোপচার শেষ হয়েছে রাবেয়া-রোকাইয়ার। তারা দুজন এখন সুস্থ আছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

রোববার (১৯ আগস্ট) সকাল সাড়ে দশটা থেকে তাদের অস্ত্রোপচার শুরু হয়। তিন ঘণ্টার অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রাবেয়া-রোকেয়ার চিকিৎসকরা।

ঝুঁকি থাকলেও অস্ত্রোপচারের জন্য প্রস্তুত রাবেয়া-রোকাইয়া পরিবার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, সকাল সাড়ে ১০ টায় তাদের ফলোআপ এনজিওগ্রাম শরু হয় এবং তিন ঘণ্টা পর সেটা শেষ হয়। তারা এখন পোস্ট অপারেটিভ রুমে আছে। তারা ভালো আছে।

এ ছাড়া তিনি আরও বলেন, আগামিকাল ১২টায় সংবাদ সম্মেলন করে তাদের অবস্থা জানানো হবে।

পাবনা জেলার চাটমোহরের অমৃতকুণ্ডু গ্রামে জন্ম নেয় জোড়া মাথার শিশু (প্যারাসিটিক টুইন্স) রাবেয়া-রোকেয়া। তাদের চিকিৎসার পরবর্তী ধাপ হিসেবে রোববার ১৯ আগস্ট ফলোআপ এনজিওগ্রাম করার কথা ছিল।

এর আগে রাবেয়া-রোকাইয়ার জোড়া মাথার ভেতরে রক্তনালি আলাদা করে দেওয়া হয়েছিল। রক্তনালি ঠিক আছে কি না, রক্তনালি ঠিক মতো কাজ করছে কি না তা দেখার জন্য।

সারাবাংলা/জেএ/এমআই

রাবেয়া-রোকাইয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর