Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে শেখ রাসেল পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস পালিত


১৯ আগস্ট ২০১৮ ১৭:০২

।। ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে ।।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রোম, ইতালি’  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইতালির রাজধানী রোমের সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের প্রত্যেকের উচিত বঙ্গবন্ধুর জীবন ও তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক দর্শনগুলো জানা ও তার চর্চা করা।’

ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, ‘যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আজও ষড়যন্ত্র করছে তাদের কে চিহ্নিত করতে হবে। ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে পরবর্তীতেও আওয়ামী সরকারকেই ক্ষমতায় আনতে হবে।’

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালি শাখার সভাপতি হাবিবুর রহমান নাজমুল ও সাধারণ সম্পাদক জামিলুল আরিফ জামিল বলেন, ‘বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি ও বঙ্গবন্ধুর জীবন দর্শনকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে প্রবাসে এই সংগঠন কাজ করে যাবে।’

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালি শাখার সভাপতি হাবিবুর রহমান নাজমুলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামিলুল আরিফ জামিল। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালি শাখার সিনিয়র সহ-সভাপতি শাহীন বেপারী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুক্তার জামান, দীন মোহাম্মদ, মহিলা সম্পাদক তুহিনা সুলতানা মলি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালি শাখার সহ-সভাপতি আলম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন শাহ, মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এম ডি উজ্জ্বল ও রোমা নর্দ এর সাধারণ সম্পাদক বেলাল আহমেদ সহ অনেকে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
ইতালিতে বৃহত্তর ঢাকা সমিতির বর্ণাঢ্য শিক্ষা সফর

ইতালি প্রবাসী বাঙালি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর