Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১


২৯ ডিসেম্বর ২০১৭ ২১:৩৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ২১:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে যাত্রীবাহী বাসের চাপায় একজন নিহত হয়েছে। নিহতের নাম পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও বয়স (৩৫)-এর মতো বলে অনুমান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটলে মুমূর্ষু অব্স্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম জানায়, নিহত ব্যক্তি সোনারগাঁও ক্রসিংয়ের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিস্তান থেকে ফার্মগেটগামী ৬ নম্বরের একটি বাস পেছন থেকে চাপা দেয়। নিহতের পরনে সে সময় লাল রংয়ের সোয়েটার ও লাল চেক লুঙ্গি ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

সারাবাংলা/এসএস/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর