Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে মুসল্লিদের ঈদের নামাজ আদায়


২২ আগস্ট ২০১৮ ০৯:৩৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

হযরত খান-জাহানের অমর সৃষ্টি ও বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে সকাল সাড়ে ৭টায় ষাট গম্বুজ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

জামাতকে ঘিরে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তায় ব্যবস্থা। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি মোতায়ের রয়েছে বিপুল সংখ্যক অ্যালিট ফোর্সের সদস্যরা।

বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের কাস্টডিয়ান গোলাম ফেরদৌস জানান, ঈদুল আজহা উপলক্ষে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে দেশি-বিদেশী পর্যটকদের ব্যাপক আগমন ঘটে। ঈদের সময় জেলার বাইরে থেকে চোখে পড়ার মত দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। এ সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ সদস্যের একটি টিমসহ জেলা প্রত্নতত্ত্ব বিভাগ কাজ করে যাচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
বায়তুল মুকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদের জামাত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর