তোমরাই প্রধানমন্ত্রী-মন্ত্রী হবে : শেখ হাসিনা
৩০ ডিসেম্বর ২০১৭ ১১:০০
কচিকাঁচা শিক্ষার্থীদের ভেতরে অমিত সম্ভাবনা রয়েছে, তারাই একদিন হবে প্রধানমন্ত্রী, মন্ত্রী। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা সমাপনী (জেএসসি)’র ফলাফলের অনুলিপি গ্রহণকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তোমরা লেখাপড়া করবে। বড় বড় চাকরি করবে, মানুষের মতো মানুষ হবে। লেখাপড়া ছাড়া কেউ প্রকৃত মানুষ হতে পারে না। তোমরাই তো একদিন প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে।
এ সময়ে তিনি সরকারের উদ্যোগগুলোর কথা জানিয়ে বলেন, দেশে আজ স্বাক্ষরতার হার ৭২ শতাংশ। এটা পরিসংখ্যানে তবে প্রকৃত চিত্র আরও অনেক ভালো।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে সরকার গঠন করার পর দেশের প্রতিটি জেলায় নিরক্ষরমুক্ত করার উদ্যোগ নেন। সে উদ্যোগ ইউনেস্কো পুরস্কারও পেয়েছিল বাংলাদেশ। কিন্তু পরে তা মুখ থুবড়ে পড়ে। শিক্ষার উন্নয়নে বিএনপি সরকার কোনও উদ্যোগই নেয়নি এমন মন্তব্য েকরে প্রধানমন্ত্রী বলেন, ২০০১-২০০৮ সাল পর্যন্ত বলতে গেলে বাংলাদেশ অন্ধকারের যুগেই ছিল।
প্রধানমন্ত্রী বলেন, এখন পরিস্থিতি পাল্টেছে। প্রতিটি বাবা-মা’ই তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন।
সমাপনী পরীক্ষার প্রাসঙ্গিকতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সকলে যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে সরকার সেজন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বৃত্তিপ্রদান এই উদ্যোগের একটি অংশ। জেএসসি-পিইসি এই দুটো পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা হয়। পরীক্ষা না নিলে বুঝব কী করে কার ভেতর কী মেধা রয়েছে।’
বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর
সারাবাংলা/একে