Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া জঙ্গি-রাজাকারতন্ত্রের ‘আসল মা’


২৪ আগস্ট ২০১৮ ১৭:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কুষ্টিয়া : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি দলটি গণতন্ত্রের সঙ্গে যায় না। কারণ তাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মা নন। খালেদা জঙ্গি-রাজাকারতন্ত্রের আসল মা, গণতন্ত্রের সৎমা।

শুক্রবার (২৪ আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

উপস্থিত সাংবাদিকদের ইনু বলেন, ‘বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। দণ্ডিত ও সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে কারাগার থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে হইচই করছে। মামলার আসামিদের, খুনের আসামিদের রক্ষা করার আলাদা অপপ্রয়াস চালাচ্ছে।’

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা, খুনিদের রক্ষা করাই বিএনপির একমাত্র কাজ। এর বাইরে অন্য কোনো কাজ নেই।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ জাসদের দলীয় নেতা-কর্মীরা।

সারাবাংলা/একে

বিএনপি নির্বাচন বর্জনের ফাঁদ তৈরি করেছে
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন: ইনু

ইনু জামায়াত তথ্যমন্ত্রী বিএনপি হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর