Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ার ভাইজোড়া গ্রামের উন্নয়নের দাবিতে মানববন্ধন


২৫ আগস্ট ২০১৮ ১৪:৩০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের জীবনযাত্রার মান উন্নয়নে মানববন্ধন ও সমাবেশ করেছে গ্রামবাসী।

শনিবার (২৫ আগস্ট) সকালে সাপলেজা ই্উনিয়নের ভাইজোড়া গোড়ার বাজার বেরিবাঁধ সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় চার শতাধিক গ্রামবাসী অংশ নেন।

শেষে ভাইজোড়া বাজার মোড়ে বাজার কমিটির সভাপতি মো. শাহ আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, স্কুল শিক্ষক আমিরুল হুদা, ব্যবসায়ী জাকির হোসেন, কেরামত আলী, সমাজ সেবক আবুল কালাম, পল্লী চিকিৎসক মো. শহীদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষার্থী তারেক রহমানসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা উন্নয়ন বঞ্চিত ভাইজোড়ার জীবনযাত্রার মান উন্নয়নের দাবি জানিয়ে বলেন, বলেশ্বর নদের সুন্দরবন উপকূলবর্তী প্রায় চার হাজার জনসংখ্যা অধ্যূষিত ভাইজোড়া গ্রামে কোন পাকা রাস্তা নেই। নদী তীরের এ গ্রামে বিদ্যুত, সুপেয় পানি, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ কোন মোবাইল নেটওয়ার্ক নেই। ফলে দুর্যোগ কবলিত ভাইজোড়া গ্রামের মানুষ চরম দুর্ভোগে জীবযাপন করছে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর