Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণ: এ নিয়ে ৫ জনের মৃত্যু


২৭ আগস্ট ২০১৮ ২২:৫৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর পল্লবীতে পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণের ঘটনায় এবার মারা গেলেন সুরত আলীর স্ত্রী বেদানা বেগম ও তার পুত্রবধূ লাবনী আক্তার (৩০)।

সোমবার (২৭আগস্ট) রাত সোয়া ৮টার দিকে বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে মারা যায় লাবনী। এর কিছুক্ষণ পরে মারা যান সুরত আলীর স্ত্রী বেদানা বেগম।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, লাবনীর শরীরের ৮৮ শতাংস পুড়ে গিয়েছিল। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

এর আগে শিশু মিলির মৃত্যুর পর তার নানা সুরত আলী (৬০) ও আলেয়া বেগম মারা যান।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী থানাধীন ব্লক-ই এর লাইন-৪ এলাকার মোশারফ হোসেন নামে এক ব্যক্তির ৬ তলা বাড়ির নিচ তলায় রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নয়জন দগ্ধ হয়।

বর্তমানে সুরত আলীর ছেলে রাব্বি (২২) ৩৮ শতাংস দগ্ধ নিয়ে বার্ন ইউনিটে ভর্তি আছেন।

সারাবাংলা/এসএসআর/এমআই

পল্লবী রিজার্ভ ট্যাংক বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর