Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সের পরিবেশমন্ত্রীর পদত্যাগ


২৯ আগস্ট ২০১৮ ১৫:৫৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পরিবেশ রক্ষা ও গ্রিন পলিসিতে পর্যাপ্ত ভূমিকা রাখতে না পারায় ফ্রান্সের পরিবেশমন্ত্রী নিকোলাস হুলোট দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ফ্রান্সের ইন্টার রেডিওতে মঙ্গলবার(২৮ আগস্ট) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। খবর ডয়েচে ভেলে।

পদত্যাগের কারণ হিসেবে হুলোট বলেন, দায়িত্ব পালনকালে তার একা পথ চলতে হয়েছে এবং তাকে হতাশা গ্রাস করেছিল।

হুলোট আরও বলেন, আমি মিথ্যে বলতে চাইনা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফ্রান্স সরকারে আমার প্রতিনিধিত্ব কোন অর্থ বহন করে না। আমরা অন্যান্য দেশের চেয়ে পরিবেশ রক্ষায় অনেক বেশি করেছি, তবে খুব বেশি করেছি তা আমি বলতে পারবো না। এই সমস্যা সমাধানে গোটা পৃথিবীর ভূমিকা খুব ক্ষীণ বলে মন্তব্য করে হুলোট। তিনি বলেন, আমার কিছুটা প্রভাব আছে তবে তেমন ক্ষমতা নেই।

পরিবেশমন্ত্রীর পদত্যাগ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ’র জন্য দু:সংবাদ হয়ে হাজির হলো। পরিবেশ রক্ষায় তিনি বিশ্বনেতা হিসেবে বিভিন্ন সময় তার দায়বদ্ধতার কথা তুলে ধরেছিলেন। এমনকি তার নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছেন, ‘মেক আওয়ার প্ল্যানেট গ্রেট এগেইন’ স্লোগান।

তবে সে তুলনায় ম্যাখোঁ খুব কাজ করেছেন বলেই হুলোটের অভিযোগ। যেমন, ২০২৫ সালের মধ্যে পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা ৫০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে তা বাস্তবায়নে দৃশ্যমান কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।

হুলোট ফ্রান্সে প্রভাবশালী পরিবেশবাদী কর্মী হিসেবে পরিচিত। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টরা তাকে অতীতে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাইলেও তিনি শুধু ইমানুয়েল ম্যাখোঁ অধীনে কাজ করতে রাজি হয়েছিলেন। দেশটিতে ম্যাখোঁর জনপ্রিয়তা কমলেও বেড়েছিলো হুলোটের জনপ্রিয়তা। সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রাভেয়েক্স বলেন, পদত্যাগের আগে বিষয়টি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে তার(হুলোটের) জানানো উচিত ছিলো। এক বছরে পরিবেশ রক্ষায় আশানুরুপ কোন বিপ্লব হয়নি। তবে কিছু কাজ হয়েছে।

বিজ্ঞাপন

রাজনীতি বিশ্লেষকদের মতে, নিকোলাস হুলোটের পদত্যাগ সরকারকে কিছুটা হলেও বিচলিত করেছে। প্রেসিডেন্টে ম্যাখোঁর এখন মন্ত্রণালয় রদবদলের প্রয়োজন হতে পারে।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন:
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের ৮০ শতাংশই নারী

জলবায়ু পরিবর্তন নিকোলাস হুলোট ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর