Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় আটক ২


২৯ আগস্ট ২০১৮ ১৮:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশের গোয়েন্দা ইউনিটের (ডিবি) সদস্য পরিচয়ে ছিনতাইয়ের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ‘পুলিশ’ লেখা স্টিকার লাগানো একটি মোটর সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ আগস্ট) ভোরে নগরীর কোতোয়ালী থানার খাতুনগঞ্জে পীতাম্বর শাহ-এর দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

আটক হওয়া দুজন হলেন- শহীদুল আলম ইমন (২২) ও গোলাম মোহাম্মদ ইমরান (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর নতুন ফিশারিঘাটের মাছের আড়তের কর্মচারী আউয়াল ও টিটু মিয়াখান নগর এলাকার বাসা থেকে রিকশায় করে খাতুনগঞ্জের ভেতর দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। রিকশা পীতাম্বর শাহ-এর দোকানের সামনে যাবার পর মোটর সাইকেল নিয়ে আসা তিনজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তারা আউয়াল ও টিটুর কাছ থেকে দুটি মোবাইল সেট ও ৭০০ টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাই করে মোটর সাইকেল নিয়ে চলে যাবার সময় আউয়াল ও টিটু চিৎকার দেন। চিৎকার শুনে টহল পুলিশ গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলেন। এ সময় মানিক নামে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, পুলিশ এবং পথচারী মিলে দুজনকে ধরে ফেলে। এ সময় ধ্বস্তাধস্তি করতে গিয়ে দুজন সামান্য আহত হন। একজন পালিয়ে গেছেন।

তিনজনের বিরুদ্ধে আউয়াল বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমআই

আটক দুই ছিনতাইকারী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর