Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৮৭ ফায়ারম্যান নিয়োগে বাধা নেই


৩০ আগস্ট ২০১৮ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: সারা দেশে ৩৮৭ জন ফায়ারম্যান নিয়োগ কার্যক্রমের ওপর চার মাসের জন্য স্থিতিবস্থা জারি করে হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে ফায়ারম্যান নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে বাধা কাটল বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন।

আদালতে ফায়ার সার্ভিসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব।

বিজ্ঞাপন

জামালপুরের হাজীপাড়া গ্রামের হাসান মিয়াসহ ১৬ জনের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ফায়ারম্যান নিয়োগ কার্যক্রমের ওপর চারমাসের জন্য স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ।

পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আজ ওই আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ গত ১৯ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ফায়ারম্যান (পুরুষ) সহ ৬টি পদে ৪শ ৮০ জন নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়। এরমধ্যে ফায়ারম্যান পদেই ৩শ ৮৭ জন নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

এরপর আবেদনকারীদের ফিল্ড পরীক্ষা নেওয়া হয় গত ২৫ জুন। কিন্তু এই পরীক্ষার ফলাফলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে আবেদন করা হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় ১৯ মার্চের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হলে আদালত নিয়োগের স্থিতিবস্থা জারি করেন।

সারাবাংলা/এজেডকে/এমএইচ

আদালত চাকরি নিয়োগ ফায়ারম্যান হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর