Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের ভাগ্য উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-ভারত


৩০ আগস্ট ২০১৮ ১৯:৩৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: দুই দেশের জনগণের ভাগ্য উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চতুর্থ বিমসটেক সম্মেলনের সাইড লাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তারাা।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) চতুর্থ বিমসটেক উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নে ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের এই বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

নরেদ্র মোদী বলেন, ‘পারস্পরিক সুবিধার জন্য আমরা একে অপরের সহযোগিতা চাই।’

বৈঠকে দুই প্রধানমন্ত্রী দুদেশের জনগণের ভাগ্য উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে একমত হন।

বিমসটেকের ভবিষ্যৎ নিয়ে দুই প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

একসঙ্গে কাজ করলে বিমসটেক সদস্য দেশগুলোর সবাই অর্থনৈতিক ভাবে লাভবান হবে বলে মন্তব্য করেন দুই প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এনআর/একে

আরও পড়ুন

বিমসটেকে প্রাধান্য পাচ্ছে যে সব বিষয়
বিমসটেক দেশগুলোকে সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী বিমসটেক সম্মেলন শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর