Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১০ বছর হয়ে গেছে, এবার বিদায় নেন’


১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সরকারকে স্বৈরতান্ত্রিক আখ্যা দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।

তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী, আইয়ুব খান, হুসেইন মুহাম্মদ এরশাদের মতো স্বৈরশাসকও ১০ বছরেরও বেশি ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনারাও পারবেন না। আপনাদের ১০ বছরে হয়ে গেছে। এখন বিদায় নেন।’

শনিবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাসদ আয়োজিত গোলটেবিল বৈঠকে বি. চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্রে লাভ হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করেই ছাড়ব। অসাংবিধানিক সরকার আসতে চাইলে তাও আমরা রুখে দেবো।’

বি. চৌধুরী বলেন, নির্বাচনের আগে সংসদ ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা ভেঙে দিতেই হবে। নির্বাচনের একমাস আগে এবং নির্বাচনের আগে-পরের ৭ থেকে ১০ দিন সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম দিয়ে কোনো ভোটগ্রহণ চলবে না।’

ভোট আর টাকা লুটের প্রকল্প ইভিএম: মান্না

সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, আমরা কোনো স্বৈরাচার সরকার প্রতিষ্ঠা হতে দেবো না, ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করব। সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো দল যেন দেশ শাসন করতে না পারে, সেই ভারসাম্যের সরকার গঠন করা হবে।

অসাংবিধানিক সরকার গঠনের ষড়যন্ত্র চলছে— সরকারি দলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কোনো ষড়যন্ত্রের সঙ্গে নেই, আমরা জনগণের সঙ্গে আছি। দেশে গণতন্ত্র পতিষ্ঠর জন্য যেকোনো পদক্ষেপ আমরা নেবো।’ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছাড়া সব রাজনৈতিক দলকে বৃহত্তর ঐক্যের পথে এগিয়ে আসার আহ্বান জানান যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি. চৌধুরী। ছাত্র-শিক্ষক-যুবসমাজ-শ্রমিক-কৃষক সবাইকে ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চান বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বি. চৌধুরী বলেন, আমরা বিকল্পধারার সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশের যুবকদের নিয়ে প্ল্যান বি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করব। আমরা যুবকদের নিয়ে মাঠে নামব।

সারাবাংলা/এএইচএইচ/এটি/টিআর

বদরুদ্দোজা চৌধুরী বি চৌধুরী যুক্তফ্রন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর