Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফের সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হতে পারে, সতর্ক থাকুন’


২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১১

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে সাম্প্রদায়িক শক্তি ফের সনাতন ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ করতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পলাশী মোড়ে শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সবাইকে শ্রী কৃষ্ণের চেতনা ধারণ করে, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করে বিজয় অর্জনের শপথ নিতে হবে।’

প্রধানমন্ত্রীকে দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে আপনজন জানিয়ে কাদের বলেন, ‘বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, আপনাদের মনে রাখতে হবে— সংখ্যালঘুবান্ধব সরকার একমাত্র শেখ হাসিনার সরকার। আপনাদের বন্ধু, আপনাদের আপনজন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর হিন্দুদের ওপর নির্যাতনের কথা তুলে ধরে সরকারের এই সেতুমন্ত্রী বলেন, আপনাদের কি ২০০১ সালের কথা মনে আছে? ২০০১ সালে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পর বিভীষিকা নেমে এসেছিল। সনাতন ধর্মাবলম্বীরা সারাবাংলায় নিপীড়িত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, ধর্ষণের শিকার হয়েছিল। ফাহিমা-পূর্ণিমার কথা কি আপনাদের মনে আছে? তাদের মতো আরও কত সনাতন ধর্মাবলম্বী নারীকে ধর্ষণ করা হয়েছে, কত হিন্দুকে বাড়িঘর হারাতে হয়েছে! নিরীহ মানুষের ওপর নির্যাতন চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।’ সেই অপশক্তি ফের ক্ষমতায় এলে সংখ্যালঘুদের জন্য ২০০১ সালের চেয়েও ভয়াবহ রক্তাক্ত সময় ঘনিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

‘নির্বাচনকে সামনে রেখে আবারও হিন্দুদের ওপর আক্রমণ হতে পারে। সতর্ক থাকবেন। সেই অপশক্তি নির্বাচনে হেরে যাবে— এই ভয়ে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আপনাদের ওপর নির্যাতন চালাবে, দুর্বল ভেবে আপনাদের আঘাত করবে। তাই সেই অপশক্তিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত করতে হবে। যদি আপনারা আপনাদের আত্মমর্যাদা ধরে রাখতে চান, এই দেশে আপনাদের অধিকার রক্ষা করতে চান, শেখ হাসিনার নেতৃত্বে ওই অশুভ শক্তিকে পরাজিত করার শপথ আপনাদের নিতে হবে,’— বলেন কাদের।

তিনি আরও বলেন, ‘অপশক্তিরা ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান সুসম্পর্ক বিনষ্টের চক্রান্ত করবে। কিন্তু আমাদের ভারতের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় রাখতে হবে।’ জাতীয় ঐক্যের নামে বিএনপি সাম্প্রদায়িক মেরুকরণ করছে দাবি করে তিনি বলেন, ‘আজ জাতীয় ঐক্যের নামে বিএনপি আজকে সাম্প্রদায়িক মেরুকরণের ডাক দিয়েছে। এই ফাঁদে আপনারা পা দেবেন না। এটা জাতীয় ঐক্য না, এটা সাম্প্রদায়িক মেরুকরণ।’

জাতীয় নির্বাচন না হওয়ার সম্ভাবনা বেশি— গণফোরামের সভাপতি ড. কামালের এমন বক্তব্য দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘এ কথা আপনারাই বলছেন যারা ১/১১তে দ্বি-রাজনীতিকরণ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তারাই আবার সেই পুরানো সুরে কে যেন ডাকে রে, আবার স্লোগান তুলছে। কিন্তু তাতে কাজ হবে না। ভোটের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জনগণই তাদের প্রতিরোধ করবে। ইনশাল্লাহ, বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/এমএমএইচ/টিআর

আওয়ামী লীগ ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর