Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধান মিলেছে নিখোঁজ ৩ রোহিঙ্গার


৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:১৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে নিখোঁজ তিন রোহিঙ্গার সন্ধান মিলেছে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের কুতুপালং বাজার এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। কি কারণে তারা নিখোঁজ ছিল সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলো- বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মো. নুরুল আমিন, জামাল হোসেন ও মো. সোলাইমান। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘নিখোঁজ রোহিঙ্গাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনি বিস্তারিত বলা যাচ্ছে না।’

এর আগে সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুলের পাহাড়ী এলাকা থেকে গলাকাটা ৩ রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। তারা হলো- বালুখালী ক্যাম্পের সৈয়দ হোসেনের ছেলে নুরে আলম (৪০), কুতুপালং ‘ডি’ ব্লকের জামাল হোসেনের ছেলে মো. আব্দুল খালেক (২০) ও ‘ই’ ব্লকের আবদুল গফুরের ছেলে মো. আনোয়ার (৩৩)। আহত ৩ জনের মধ্যে ২ জনকে উখিয়ার মালেশিয়া ফিল্ড হাসপাতালে ও অপর জনকে রেডক্রস ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর রাতে ৬ রোহিঙ্গাকে বালুখালী ক্যাম্প থেকে অপহরণ করা হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। সকালে ৩ রোহিঙ্গাকে গলাকাটা অবস্থায় উদ্ধারের পর বিকালে বাকিদের খবর পাওয়া যায়।

সারাবাংলা/এমও

রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর