ব্রাজিলের জাদুঘরে অগ্নিকাণ্ডে দায়ী তহবিল সংকট
৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৮
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোর প্রায় দুইশ বছরের পুরনো জাতীয় জাদুঘরে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে জাদুঘরের তহবিল স্বল্পতাকে উল্লেখ করছেন দেশটির কর্তাব্যক্তিরা। স্থানীয় সময় রোববারের (২ সেপ্টেম্বর) সেই দুর্ঘটনায় দ্য ন্যাশনাল মিউজিয়াম অব ব্রাজিলের দুই কোটি মূল্যবান প্রত্নতত্ত্ব সংগ্রহের অধিকাংশ ধ্বংস হয়ে যায়। এরমধ্যে বারো হাজার বছরের পুরনো নারীর কঙ্কাল মূর্তি ‘লুজিয়া’, ডায়নাসোরের হাড় ও বিভিন্ন ফসিল উল্লেখযোগ্য। খবর বিবিসি।
বিশেষজ্ঞরা পূর্বেও ভবনটিতে আগুনের ঝুঁকি রয়েছেন বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী মারিনা সিলবা জাদুঘরটিতে বিনোয়োগের স্বল্পতার অভিযোগ করেছেন। জাদুঘরটির এক ডেপুটি ডিরেক্টর অভিযোগ করে বলেন, আমরা কখনো পর্যাপ্ত সাহায্য পায়নি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রী সার্জিও সা লিয়েতো’র বরাতে দেশটির গণমাধ্যমগুলো বলছে, ভবনটির ছাদে পতিত কোন এয়ার বেলুন ও ছোট ছোট কাগজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
দমকল বাহিনী সেখানে উপস্থিত হলেও পর্যাপ্ত উপকরণের অভাবে তাদের করার কিছু ছিলো না।
জাদুঘরের আরেক ডেপুটি ডিরেক্টর লুইজ ফার্নান্দো ডিয়াস দুরার্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, জাদুঘরটির প্রতি মনোযোগ দেওয়া হয়নি। মূল্যবান উপকরণগুলো সংগ্রহ করতে আমরা বিভিন্ন সরকারের সাথে চেষ্টা চালিয়ে গেছি। আজ সেসব ধ্বংস হয়ে গেল।
দুর্ঘটনার প্রতিবাদ জানাতে জাদুঘরের বাইরে আন্দোলনকারীদের জড়ো হতে দেখা গেছে।
সারাবাংলা/এনএইচ