Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ী এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্য উপপরিদর্শক শিহাব উদ্দীন জানান, সকালে ফুলবাড়ী রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই জানা যাবে এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। তার পরনে ছিল লুঙ্গি পরিহিত। রাতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। তবে কেউ হত্যা করে ফেলে গেছে না কি এটি দুর্ঘটনা সেটি ময়নাতদন্তের পরই জানা যাবে। এছাড়া মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

 

ঝিনাইদহ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর