ইয়াবা সম্পৃক্ততায় গ্রেফতার এসআই রিমান্ডে
৪ সেপ্টেম্বর ২০১৮ ২০:১১
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ইয়াবা চালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হওয়া পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) বদরুদ্দোজা মাহমুদকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই ইয়াবা চালান জব্দের সময় গ্রেফতার হওয়া ট্রাকচালক ও সহকারীকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া সারাবাংলাকে জানান, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য মিরসরাই থানা পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত শুনানি শেষে দুইদিন মঞ্জুর করেছেন।
গত ৩১ আগস্ট মিরসরাইয়ের নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি ট্রাক থেকে ২৯ হাজার ২৮৫ টি ইয়াবা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় ট্রাক চালক মো. মোক্তার (২৪) ও তার সহকারী মো. সজীব ওরফে বাবুকে (১৯) গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকে বহনকারী একটি ফাইল কেবিনেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ফাইল কেবিনেটে একটি ডায়েরি পাওয়া যায়, যেখানে এসআই বদরুদোজা মাহমুদের বিপি নম্বরসহ সিল ও মোবাইল নম্বর, ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ লেখা সিল আছে। এ ছাড়া চালকের কাছ থেকে ওই পুলিশ কর্মকর্তার ভিজিটিং কার্ডও পাওয়া গেছে।
এ সংক্রান্ত মামলার এজাহারে বিষয়টির উল্লেখ থাকলেও বদরুদ্দোজাকে আসামি করা হয়নি।
তবে ইয়াবা চালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বদরুদ্দোজা মাহমুদকে ৩১ আগস্ট রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার পর চট্টগ্রামের মিরসরাই থানায় দায়ের হওয়া মামলায় ১ সেপ্টেম্বর তাকে গ্রেফতার দেখানো হয়।
বদরুদ্দোজা সম্প্রতি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ থেকে বদলি হয়ে চট্টগ্রাম নগর পুলিশে যোগ দেন। পরবর্তী পদায়নের জন্য তিনি নগর পুলিশ লাইনেই সংযুক্ত ছিলেন। ইয়াবা সংক্রান্ত অভিযোগে গ্রেফতারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সারাবাংলা/আরডি/একে