Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক দিনের রিমান্ডে যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : চাঁদাবাজির মামলায় যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী জায়েদুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৫ সেপ্টেম্বর, বুধবার রাত ৩টায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান তাকে গ্রেফতার করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া শুনানিতে বলেন, মামলাটি সম্পূর্ণ অযৌক্তিকভাবে দায়ের করা হয়েছে। এ ছাড়া তিনি মামলাটির রিমান্ড আবেদন বাতিল চেয়ে আবেদন করেন।

তবে মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ইউসুফ এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ৩ কার্য দিবসের মধ্যে এক দিনের রিমান্ড আবেদ মঞ্জুর করা হয়।

মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম জানান, দুলাল নামের এক ব্যক্তি গতকাল বুধবার মোজাম্মেলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সড়ক দুর্ঘটনা ও যাত্রী অধিকার নিয়ে কাজ করছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

সারাবাংলা/এআই/এমআই

যাত্রী কল্যাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর