Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘের খেলাঘরে


৭ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৬
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
সারা সপ্তাহ গরমে  বৃষ্টিতে ভোগান্তি পোহানোর পরে আজ অবশেষে শুক্রবার। তবে আমাদের শুক্রবার মানে কিন্তু মেঘের শুক্রবার নয়। তাদের তো আজ অনেক কাজ!
বঙ্গোপসাগরের লঘু চাপ আবার মৌসুমী নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এই নিম্নচাপ যে পথে যাবে সে পথে তো একটু ঝড় বাদলা হবেই। সেই পথে দেশের দক্ষিণ প্রান্ত আর মাঝামাঝি হয়ে উত্তর অংশও পরছে।
ওদিকে আকাশ জুড়ে আজ মেঘের খেলাঘর। এই অনেক মেঘে ঢেকে যাবে ওমনিই নীল আকাশ ঝলমলিয়ে উঠবে।
তাহলে কথা দাঁড়ালো যে আজ অনেক রোদের সঙ্গে অনেক মেঘও থাকবে। সময় সময় বৃষ্টিও হতে পারে।
এমন বৈচিত্র্যময় দিনটি ভালো যাবেই যাবে। শুধু নিজেকে জানতে হবে ভালো থাকা কাকে বলে।
শুভ যাক সারাটা দিন।
সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর