Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবজিতে সরগরম রাজশাহীর সাহেব বাজার


৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:০২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

রাজশাহী থেকে: রাজশাহীর সাহেব বাজার। প্রতিদিনের সকালটা বেশ জমজমাট এখানে। বিশেষ করে কাচা বাজারের হাক-ডাক শুনলেই মন ভরে যায়। দুর্মূল্যের বাজারে একটু কম দামে কেনাকাটা যখন নাগরিক চাহিদা, তখন একটু কম দামে ভালো জিনিস পেলে যায়গা কোনো সমস্যাই না।

রাজধানীর সঙ্গে রাজশাহীর পার্থক্যটা কেবল দূরত্বতে নয়—ভাষা, সংস্কৃতি, ব্যবহারেও। ব্যবধানটা জীবনযাত্রার ব্যয়েও। যার বাস্তব চিত্র এই সাহেব বাজার।

কাকডাকা ভোরে এখানে যে তরিতরকারী এসেছে তা একেবারে তরতাজা। শীত না এলেও বেশ কিছু সবজি এসেছে এরইমধ্যে।

বাজারের মাস্টারপাড়া রোডের পুরোটাই ভাসমান বাজার। বাহারি সবজিতে ঠাসা। এর দুকদম দূরেই সিটি করপোরেশনের নিয়মিত কাঁচা বাজার। তবে দামে-দরে দূরত্ব বেশ ক’কদমের।

শুক্রবার ছুটির দিন। তাই এ বাজারে বেশ বেলা পর্যন্ত বেচা-কেনা চলতে থাকে। ক্রেতা সমাগম অনেক বেশি। বিক্রেতারা বলছেন সরবরাহ যেমন, তেমনি চাহিদাও। তাই ব্যস্ত সময় কাটছে ক্রেতা-বিক্রেতাদের।

আর ক্রেতারা বলছেন শীতের আগে সবজির বাজারে যে স্বস্তির বাতাস বইছে তা যেনো থেমে না যায়।

এখানে খোলা বাজারে প্রতি কেজি প্রতি কেজি সবজি বিক্রি হয় ১০ থেকে ৪০ টাকার মধ্যে। যা পাশ্ববর্তী সহেব বাজারের চেয়ে বিভিন্ন সবজির কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে পাওয়া যায়।

সারাবাংলা/এমএস/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর