Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিআইকে মিথ্যা বলায় ট্রাম্পের সাবেক সহকারীর জেল


৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:১১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’কে মিথ্যা তথ্য দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহকারী জর্জ পাপাদোপোলাসকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির এক আদালত তার বিরুদ্ধে এই রায় দেন। তবে আদালতে ৩১ বছর বয়সী পাপাদোপোলাস নিজেকে ‘দেশপ্রেমিক আমেরিকান’ দাবি করে মিথ্যা তথ্য দিয়ে ভুল করেছেন বলে জানান।

মস্কোর দুই সন্দেহভাজন প্রতিনিধির সঙ্গে বৈঠকের সময় নিয়ে এফবিআই’কে মিথ্যা বলায় গত অক্টোবরে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। এর আগে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তে ট্রাম্পের প্রথম সহকারী হিসেবে তিনি আটক হন।

এদিকে সাবেক সহকারীর জেল হওয়া সত্ত্বেও রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তের খরচ নিয়ে উপহাস ভরা টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, ‘১৪ দিনের জন্য ২৮ মিলিয়ন মার্কিন ডলার-প্রতিদিন দুই মিলিয়ন ডলার করে। কোনো যোগসাজশ হয়নি। আমেরিকার জন্য একটি বিশাল দিন!’

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর