Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুড়ে যাওয়া বস্তির ১৩টি ঘর নির্মাণ করে দেবে সিসিসি


৮ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পাড়ে আগুনে পুড়ে যাওয়া বস্তির ১৩টি ঘর পুনঃনির্মাণ করে দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন। একইসঙ্গে আগুনে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের লোকনাথ মন্দিরও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এই প্রতিশ্রুতি দেন মেয়র।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে গৃহস্থালি পণ্য বিতরণ করেন। একইসঙ্গে রোববার থেকে ঘর পুনঃনির্মাণের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন মেয়র।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় জামালখাল ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন ক্ষতিগ্রস্তদের ১৫ দিনের খাওয়ার ব্যবস্থা এবং প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এ সময় নগর আওয়ামী লীগ নেতাদের মধ্যে মুক্তিযোদ্ধা অমল মিত্র, চন্দন ধর, মশিউর রহমান, মানস রক্ষিত ও দেবাশীষ গুহ বুলবুল এবং কাউন্সিলরদের মধ্যে শৈবাল দাশ সুমন, গিয়াস উদ্দিন, মোরশেদ আকতার, সাবের আহমদ ও লুৎফুন্নেসা দোভাষ বেবী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম মেয়রের সঙ্গে ছিলেন।

গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে আগুনে আসকার দিঘীর পশ্চিম পাড়ে গড়ে উঠা বস্তি আগুনে পুড়ে যায়। বস্তিসংলগ্ন লোকনাথ মন্দিরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অরুণ চক্রবর্তী (৬৫) নামে একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/আরডি/এমআই

পুড়ে গেলো মন্দির বস্তিতে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর