নির্বাচন ইস্যুতে জার্মানির পথে ইতালি বিএনপির নেতৃবৃন্দ
১২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৭
।। ইসমাইল হোসেন স্বপন।।
ইতালি থেকে: আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে জার্মানির বার্লিনে, ইউরোপের বিভিন্ন দেশের বিএনপির শীর্ষ নেতারা এক সভার আয়োজন করেছেন। স্থানীয় সময় বুধবারের ( ১২ সেপ্টেম্বর) এই অনুষ্ঠানে অংশ নিতে ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বার্লিনের উদ্দেশ্যে রওনা হয়।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক কামরুজ্জামান রতন জার্মানির উদ্দেশ্যে রোম ত্যাগ করেন। ইতোমধ্যে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বার্লিন পৌঁছেছেন।
হাজী আব্দুর রাজ্জাক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয় হবে না। আমরা ইউরোপের সকলকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করব।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন:
ইতালিতে বরিশাল যুব সমিতির কমিটি ঘোষণা