Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ আগস্ট মামলার পরবর্তী যুক্তি ১৭-১৮ সেপ্টেম্বর


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার কার্যক্রম ১১৭তম কার্য দিবসের মতো শেষ হয়েছে। আজ রাষ্ট্রপক্ষের ‘ল পয়েন্টে’র উপর যুক্তি উপস্থাপন জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন যুক্তি শেষ না হওয়া আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর ল পয়েন্টের ওপর যুক্তি উপস্থাপনার জন্য দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের এ মামলার অস্থায়ী ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপন শুরু করেন। পরে দুপুর ২.৩০ মিনিটে যুক্তি উপস্থাপন শেষ হয়।

রাষ্ট্রপক্ষের প্রধান পিপি সৈয়দ রেজাউল রহমান বলেন, ‘২২৫ জন সাক্ষীর মধ্যে ৪১ জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুফতি হান্নানের জবানবন্দি সামর্থন করেছে। আমরা চেয়েছিলাম গত ২১ আগস্টের আগে মামলাটির সমাপ্তি করতে কিন্তু সম্ভব হয়নি। আশা করছি আগামি ১৭ ও ১৮ সেপ্টেম্বরে মামলাটির কার্যক্রম শেষ হলে রায়ের জন্য দিন পেতে পারি।

এদিন মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন জন্য তিনদিনের জন্য সময় নির্ধারণের কথা বলেন। বিচারক বলেন, ‘মনে হয় ২ দিনের বেশি সময় লাগবে না। প্রথম দিন রাষ্ট্রপক্ষ শেষ করলে পরের দিন আসামিপক্ষের আইনজীবীরা বলবেন।’

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ল পয়েন্টের উপরে যুক্তি উপস্থাপনার সময় রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী আবু আব্দুল্লাহ ভুঁইয়া বলেন, ‘যারা স্বাধীনতা মেনে নিতে পারেন না তারা শেখ ‍মুজিবুর রহমানকে হত্যা করেছে। এই গ্রেনেড হামলার সময় ২৪ জনের প্রাণ গেছে শতাধিক মানুষ আহত হয়েছে। বর্তামান প্রধানমন্ত্রীর সেই অল্পের জন্য সেই হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন। এই হামলায় যে ২৪ জনকে হত্যা করা হয়েছে তার পোস্টমর্টেম ও আলামত দিয়ে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে।’

২১ আগস্টের আরেক আইনজীবী আকরাম উদ্দিন বলেন, ‘২১ আগস্ট মামলায় ২য় বার ইনভেস্টিগেশন আসামি পক্ষ থেকে বলেছে সঠিক হয়নি। কিন্তু রাষ্ট্রপক্ষে কোড আব ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে সঠিক হয়েছে সেটা প্রমাণ করতে পেরেছে। মুফতি হান্নানের ২য় বার জবানবন্দি নেওয়াটা সঠিক ছিলো এতে আইনের কোনো ব্যতয় ঘটেনি।’

সারাবাংলা/এআই/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর