কবি পারভীন রেজার ‘অন্য রকম বেঁচে থাকা’
১৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:০২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কবি পারভীন রেজার কবিতাগুচ্ছ নিয়ে নির্মিত ‘অন্য রকম বেঁচে থাকা’ নামে একটি আবৃত্তি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে প্রকাশনা সংস্থা আবৃত্তি মেলার ব্যানারে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি এস এম মনিরুজ্জামান প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট এম কে রহমানসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
মোড়ক উম্মোচনে নিজের অনুভূতি প্রকাশ করে কবি পারভীন রেজা বলেন, ‘নিজেকে সবসময়ই অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করি। সে প্রয়াস নিয়ে নিজের কবিতাগুচ্ছ থেকে এমন একটি অ্যালবাম প্রকাশে সত্যিই খুব আনন্দিত। আগামী দিনগুলোতেও এ ধরণের ভিন্ন প্রয়াস নিয়ে কাজ করার ইচ্ছা অব্যাহত রাখবো।’
কবি পারভীন রেজা সুপ্রিমকোর্টের আইনজীবী ও আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমের স্ত্রী । অনুষ্ঠানে শ.ম. রেজাউল করিম বলেন, ‘পারিবারিক বন্ধন হবে আত্মিক। পারিবারিক বন্ধন যদি লৌকিকতা হয় তাহলে শান্তি পাওয়া যাবে না। রাজনীতির কোলাহল, হানাহানি, ব্যাক্তিগত জীবনে বড় হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় স্রোতে আমরা ভেসে চলেছি।’
তিনি বলেন, ‘কাব্যের কথা যখন বলা হয়, কবিতার কথা যখন বলা হয় তার মধ্য থেকে নির্মল একটি নির্যাস বেড়িয়ে আসে। সেই নির্যাসে আমাদের পাপাচার আমাদের সংকীর্ণতা, আমাদের হীনমন্যতা যদি ধুয়ে ফেলতে পারে তবে সেখানেই স্বার্থক হয় কবিতা।’
এসময় নিজেদের মায়ের সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন ছেলে তানভির করিম রাসেল ও মেয়ে সাদিয়া করিম স্নিগ্ধা।
আইনজীবী অমিত দাস গুপ্তের সঞ্চলনায় অনুষ্ঠানে কবি পারভীন রেজার প্রকাশিত অ্যালবাম থেকে কবিতা পাঠ করেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নীল ও মাহিদুল ইসলাম।
সারাবাংলা/এজেডকে/জেডএফ