Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে আলোচনায় বসবে ঢাবি প্রশাসন


১৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৬ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে এরইমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর জানিয়েছেন ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য আগামী রোববার বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের আলোচনার জন্য ডাকা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, আগামী রোববার বেলা সাড়ে ১১টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নেতাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সভার জন্য গত ১২ ও ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী স্বাক্ষরিত একটি চিঠি ছাত্র সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, ‘সার্বিক বিষয় বিবেচনায় শুধুমাত্র ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় যোগদানের জন্য আমন্ত্রিত। সভায় উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করছি।’

সভায় সভাপতিত্ব করবেন ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। সভার আলোচ্যসূচিতে লেখা রয়েছে- ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন প্রসঙ্গে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ‘ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ডাকসু নির্বাচন নিয়ে আলাপ-আলোচনার জন্য আমরা ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে চিঠি দিয়েছি।’

ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য অনেকগুলো অনুসঙ্গ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ নামে একটি প্রতিষ্ঠান আছে। সেটি ১৭-১৮ বছর পর আমরা উজ্জীবিত করছি। ডাকসু নির্বাচনের বিষয়ে ছাত্র সংগঠনের প্রতিনিধিদের পরামর্শ নেওয়া দরকার। এজন্য তাদের নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে।’

সর্বশেষ, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালের ৬ জুন। সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা থাকার পরও ডাকসু নির্বাচন না করায় ভিসি, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ। এরপরই ছাত্রসংগঠনগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সারাবাংলা/কেকে/এমও

ডাকসু নির্বাচন

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর