শাহজালালে ২০ কেজি খাট জব্দ
১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন মাদক হিসেবে পরিচিত পাওয়া খাটের ২০ কেজি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যমতে বিমানবন্দরের ফরেন পোস্ট শাখা থেকে খাটের চালানটি জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘তেজগাঁও মনিপুরিপাড়া এলাকার বি মসজিদ কমপ্লেক্সের শানুন করপোরেশনের ঠিকানায় পাঠানো হয় মাদকের চালানটি। ইথিওপিয়ার আদ্রিস আবাবার জামেরা ট্রেডিং পিএলসি থেকে এটি পাঠানো হয়েছে বলে ফরেন পোস্টের খামে লেখা রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসলে ওটি শানুন না হয়ে হবে সেলিম। যাতে কেউ ধরতে না পারে সে জন্য ভিন্ন নাম ব্যবহার করা হয়।’
বাংলাদেশে প্রথম গত ৩১ আগস্ট প্রায় ৮০০ কেজি ওজনের খাত আটক হওয়ার মধ্য দিয়ে প্রকাশ পায় নতুন এই মাদকটি। এরপর একের পর এক ধরা পড়ছে নতুন এ মাদক। যা এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
সারাবাংলা/ইউজে/একে