Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। রাজশাহী বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট ।।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করা যাবে এবং ২১ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে বা তার পরবর্তী এসএসসি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৪ দশমিক ০০ এবং ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে মোট গ্রেড কমপক্ষে ১৮ দশমিক ০০ পেয়েছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে প্রত্যেক বিষয়ে ন্যূনতম ৪ দশমিক ০০ এবং ইংরেজিতে ন্যূনতম ৩ দশমিক ৫ পেয়ে পাশ করতে হবে।

অন্যদিকে ও লেভেল পরীক্ষায় ন্যূনতম ৫টি বিষয়ে বি গ্রেড এবং ২০১৭ সালের নভেম্বরের পর এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে ন্যূনতম বি গ্রেড পেতে হবে।

একই সঙ্গে পরীক্ষার জন্য অনলাইনে ‘ক’ গ্রুপের ভর্তিচ্ছুদের ৮৫০ টাকা ও ‘খ’ গ্রুপের ভর্তিচ্ছুদের ৯৫০ টাকা ফি দিয়ে ডাচ-বাংলা ব্যাংকে রকেট সার্ভিসের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে হবে।

এদিকে আবেদনকারীদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে যোগ্য ৮ হাজার ভর্তিচ্ছুর তালিকা আগামী ৪ অক্টোবর প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীরা আগামী ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে রুয়েট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, আগামী ২১ অক্টোবর রুয়েটে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ruet.ac.bd এ ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯.০০টা থেকে বিকেল ৫.০০টা) এবং ০১৭৮০-৩২৭২৫০ ও ০১৭৮০-৩২৭৩৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির ১৪টি বিভাগে সর্বমোট এক হাজার ২৩৫টি আসনের জন্য ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমআই

ভর্তি পরীক্ষা রুয়েট

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর