Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক আব্দুর রাজ্জাক

রাবি করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ২১:২০

অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাককে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক-কে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।’

প্রজ্ঞাপনে অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক-কে পাঁচটি শর্তে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো হলো— উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে, উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন, রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে, গত ৩১ আগস্ট পারিবারিক কারণ উল্লেখ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেন। এতে অচলাবস্থা সৃষ্টি হয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে। এ সময় ডিনদের সর্বসম্মতিক্রমে পুরাকৌশল বিভাগের অধ্যাপক তারিফ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ অক্টোবর রুয়েটের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দেন রুয়েট শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

অধ্যাপক আব্দুর রাজ্জাক রুয়েট

বিজ্ঞাপন

ক্রিকেটকে বিদায় বললেন আমির
১৪ ডিসেম্বর ২০২৪ ১২:৩৪

বান্দরবান হানাদারমুক্ত দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৪ ১১:৪৮

আরো

সম্পর্কিত খবর