Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের খেলার সুযোগ করে দিতে আহ্বান গোলাম দস্তগীর গাজীর


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত, তাই তারা যেন খেলাধূলার মাধ্যমে শরীর ও মন ভালো রাখতে পারে সেজন্য সবাইকে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলা অডিটরিয়মে খেলাঘর রূপগঞ্জ উপজেলা আয়োজিত দ্বিতীয় উপজেলা সম্মেলন-২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিজের ছোটবেলার স্মৃতিচারণ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমিও খেলা করতাম। খেলা করলে মন ও শরীর দুটোই ভালো থাকে। সকল শিশুরা যেন খেলাধূলা করতে পারে সেজন্য সুযোগ সৃষ্টি করতে সকলকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।’

খেলাঘর মানে শান্তির পায়রা উল্লেখ করে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘আমরা সবাই শান্তি চাই। এজন্য শিশুদের পড়ালেখার ফাঁকে ফাঁকে খেলাধূলা করতে হবে।’

আইভি রহমানের কাছে সুপারিশ জানিয়ে তিনি আরও বলেন, ‘দিনদিন খেলার মাঠ কমে যাচ্ছে। সরকারের কাছে আপনি তুলে ধরেন,খাস জমি যেন ব্যক্তি দখলে না যায়। আর সেই জমিগুলো শিশুরা যেন খেলার জন্য ব্যবহার  করতে পারে। এছাড়া আমার এলাকায় আমি খেলার মাঠের জন্য কাজ করেছি এবং সামনেও করব।’

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবতী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল, রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা,  রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, সুপ্ত খেলাঘর আসরের সভাপতি ও দিঘীবরাব আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুসসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এসএমএন

খেলাঘর গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর