Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচনের পর ডাকসু নির্বাচনের দাবি ছাত্রলীগের


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৮

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রলীগ।

রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্বের বৈঠকে ছাত্রলীগ এ দাবি জানিয়েছে। বৈঠক চলাকালে দুপুর পৌনে ৩টার দিকে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সনজিৎ চন্দ্র দাস।

তিনি বলেন, ‘বৈঠকে আমরা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছি। তবে আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম দেইনি। আমরা চাই, জাতীয় নির্বাচনের পর ডাকসু নির্বাচন হোক।’

আরও পড়ুন- ছাত্রলীগের ‘অনুরোধে’ ঢাবি’র গাড়িতে এলেন ছাত্রদল নেতারা!

সনজিৎ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের অন্তর্ভুক্ত করে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছি।

ছাত্রলীগের ঢাবি শাখার এই সভাপতি আরও বলেন, অনেক ছাত্র সংগঠন নভেম্বরের আগেই ডাকসু নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানিয়েছে। তবে আমাদের মনে হয়, প্রশাসনকে একটু সময় দেওয়া উচিত। কোনো কিছু ভালোভাবে করার জন্য প্রস্তুতির প্রয়োজন। ভোটার তালিকা ও অন্যান্য অনুষঙ্গ সঠিকভাবে সম্পন্ন করতে প্রস্তুতির প্রয়োজন আছে। আবার সামনে জাতীয় নির্বাচন রয়েছে। তাই আমার মনে হয়, নির্বাচনের আগে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব না। তবে যদি হয়, তাহলে আমরা সাধুবাদ জানাব। আমাদের কোনো সমস্যা নেই।

আরও পড়ুন- ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বসেছে ঢাবি প্রশাসন

ঢাবি প্রশাসনের সঙ্গে সভায় ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করেছেন জানিয়ে সনজিৎ বলেন, আমরা এর নিন্দা জানাই।

বিজ্ঞাপন

এর আগে, রোববার দুপুরে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানসহ প্রশাসনিক কর্মকর্তারা। ঢাবি প্রশাসনের আহ্বানে এই বৈঠকে অংশ নিচ্ছেন ছাত্রলীগ ও ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলোর কেন্দ্রীয় ও ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। তবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক এতে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর