সহাবস্থান চায় ছাত্রদল, পকেটে বোমা না থাকলে আপত্তি নেই ছাত্রলীগের
১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২১
।। ঢাবি করসেপন্ডেন্ট ।।
ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান চায় ছাত্রদল। আর ছাত্রদলের নেতাকর্মীদের পকেটে পেট্রোল বোমা না থাকলে এই সহবস্থানে আপত্তি নেই বলে জানিয়েছে ছাত্রলীগ। রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর উভয় ছাত্র সংগঠনের নেতারা এসব কথা বলেন।
অন্যদিকে, প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে আমরা রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছি। আমরা ক্যাম্পাসে সহাবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছি।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করলে ডাকসু নির্বাচন সহায়ক হবে এবং ছাত্রদল অংশ নেবে বলেও জানান তিনি। ক্যাম্পাসে আজ অনিরাপদবোধ করেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে রাজীব আহসান বলেন, ‘আজ তো প্রশাসন আমাদের ডেকে নিয়ে এসেছে। স্বাভাবিক সময়েও আমরা এমনটি চাই।’
ছাত্রদলের এ দাবির বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘পকেটে পেট্রোল বোমা না রাখলে সহাবস্থানে আমাদের আপত্তি নেই। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে আমরা রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ঢাবির হলগুলোয় ছাত্রলীগের নেতাকর্মী আছে ৩০ শতাংশ। বাকিগুলো সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মী। ছাত্রদলের ক্যাম্পাসে সহাবস্থানে কোনো আপত্তি নেই। তবে তারা পকেটে পেট্রোল বোমা রাখবে না আমাকে এই নিশ্চয়তা দিতে হবে।’
এ সময় তিনি ২০১৪ সালে ছাত্রদলের এক নেতাকে হাতেনাতে পেট্রোল বোমাসহ ধরিয়ে দিয়ে ডিএমপির কাছ থেকে পুরস্কার নিয়েছিলেন বলেও উল্লেখ করেন।
আরও পড়ুন:
জাতীয় নির্বাচনের পর ডাকসু নির্বাচনের দাবি ছাত্রলীগের
ছাত্রলীগের ‘অনুরোধে’ ঢাবি’র গাড়িতে এলেন ছাত্রদল নেতারা!
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বসেছে ঢাবি প্রশাসন
সারাবাংলা/কেকে/এমও