Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীরভাবে অনুভব করছি ডাকসু নির্বাচন দরকার: উপাচার্য


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৩

ফাইল ছবি

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিষয়টি গভীরভাবে অনুভব করছি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘নির্বাচনটা দরকার। সে জন্য ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছি। ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আরও বৈঠক দরকার হতে পারে।’

রোববার (১৬ সেপ্টেম্বর) ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ঢাবি প্রশাসন।

ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উপাচার্য বলেন, ‘নির্বাচন করার জন্য অনেকগুলো পর্যায় আছে। ভোটার তালিকা প্রণয়ন করতে হবে। আজকে একটা সভা হলো। আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা এগুলো নোটডাউন করেছেন। এগুলো আমরা পর্যালোচনা করব। আরও বৈঠক লাগতে পারে।’

নির্বাচনের জন্য যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করে এগুনো হবে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

কবে নাগাদ ডাকসু নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘নতুন করে কিছু বলার নেই। আমাদের প্রভোস্ট কমিটি, শৃঙ্খলা পরিষদ, সিন্ডিকেট থেকে একটি নির্দেশনা আগেই দেওয়া আছে। সেটা হলো মার্চ ২০১৯। ওই সময়ে নির্বাচন করার বিষয়টি টার্গেট আছে।’

‘হলের প্রাধ্যক্ষরা ভোটার তালিকা তৈরির কাজ করছেন। আশা করি, অক্টোবরের মধ্যে খসড়া ভোটার তালিকা করতে পারব। ভোটার তালিকা প্রণয়ন একটি জটিল কাজ। এই কাজগুলো করতে পারলে আমরা অনেকটা এগিয়ে যাব।’

ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে চমৎকার চমৎকার বক্তব্য এসেছে। ডাকসু নির্বাচনে কী কী করণীয় এ বিষয়গুলো উঠে এসেছে। এরই আলোকে আমরা পরবর্তী করণীয় ঠিক করতে পারব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/একে

ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি ঢাবি উপাচার্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর