জাতিসংঘ অধিবেশন: তিন কারণে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ
২০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন তিন কারণে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান ।
কারণগুলোর মধ্যে রোহিঙ্গা ইস্যু উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ে বেশকিছু ইভেন্ট অনুষ্ঠিত হবে। যেখানে অংশগ্রহণের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বাংলাদেশ, এ যাবত নেয়া উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার সুযোগ পাবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের মহাসচিবের প্রাধিকারভুক্ত বিষয়গুলোর একটি হলো বিশ্ব শান্তি ও শান্তিরক্ষা কার্যক্রম। শান্তি বিনির্মাণ ও শান্তিরক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জাতিসংঘের নেয়া উদ্যোগগুলোর ধারাবাহিকতায় এবারের অধিবেশনে শান্তিরক্ষা বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কিত, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে বেশকিছু উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশ অংশ নিয়ে, নিজের অর্জন তুলে ধরার পাশাপাশি অন্য দেশের সাথে অভিজ্ঞতা বিনিময় ও নিজের প্রাধান্য নিশ্চিত করার সুযোগ পাবে।’
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিতর্ক পর্বে আগামী ২৭ সেপ্টেম্বর বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দিবেন। বক্তৃতায় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে গত বছর প্রস্তাবিত ৫ দফার ধারাবাহিকতায় পুনরায় কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।’
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যু: আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন। একাধিক মন্ত্রী, সচিবসহ ৫৫ জন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এবারের জাতিসংঘ অধিবেশনে অংশ নিবেন।
এরই মধ্যে গত ১৮ সেপ্টেম্বর এবারের অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে, ‘মেকিং দ্য ইউনাইটেড নেশনস রেলেভেন্ট টু এল পিপল: গ্লোবাল লিডারশিপ এন্ড শেয়ারড রেসপনসিবিলিটিস ফর পিসফুল, ইকুইটিবল এন্ড সাসটেইনেবল সোসাইটজ’।
সারাবাংলা/জেআইএল/এনএইচ