Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনু‌ষ্ঠিত


২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনু‌ষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনু‌ষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন কেন্দ্রীয়ভাবে কলাভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উপাচার্য  ব‌লেন, বি‌শেষ নজরদা‌রি‌তে অত্যন্ত সুন্দর প‌রি‌বে‌শে পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌চ্ছে। পরীক্ষার আগে থেকেই ক‌ঠোর গোয়েন্দা নজরদা‌রি ছিল। সে কার‌ণে এখন পর্যন্ত কো‌নো জা‌লিয়া‌তির খবর পাওয়া যায়‌নি।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, নীলক্ষেত স্কুল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ।

এ বছর ২ হাজার ৩ শ ৮৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারী ছিল ৩৫ হাজার সাতশ ২৬ জন।

সারাবাংলা/কেকে/এমআই

খ ইউনিট ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর