গোবিপ্রবি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের সম্মান প্রথম বর্ষের ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। পরীক্ষাকালীন সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ দশমিক ১৪ শতাংশ। ৪ হাজার ৪১৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৯৮০ জন ভর্তিচ্ছু। অনুপস্থিত ছিলো ৪৩৫ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজনকে বহিষ্কার করা হয়।
এছাড়াও বিজ্ঞান শাখার অধীনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে পরীক্ষা শুরুর পূর্বে ক্যাম্পাসে আগত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। পরে তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আজকে বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা কার্যক্রম শেষ হলো। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন পড়ে ২ লাখ ৩৭ হাজার ৭৮৭টি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫ এপ্রিল অনুষ্ঠিত বাণিজ্য শাখায় ৮৯৭ জন ভর্তিচ্ছুর মধ্যে ৮৬২ জন, ২ মে মানবিক শাখার ভর্তি পরীক্ষায় ২৯৫০ ভর্তিচ্ছুর মধ্যে ২৮০২ জন পরীক্ষায় অংশ নেয়।