Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনা রোধে চালকদের দৃষ্টি ও শ্রবণশক্তি পরীক্ষা


২২ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ফরিদপুর: সড়ক দুর্ঘটনা রোধে পেশাদার চালকদের দৃষ্টি ও শ্রবণশক্তি পরীক্ষা করেছে ফরিদপুর জেলা প্রশাসন। শনিবার (২২ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিনামূল্যে শতাধিক পেশাদার চালকের চোখ ও কান পরীক্ষা করা হয়।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এদিন সকালে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতে সহায়তা করে বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতাল ও ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, পর্যায়ক্রমে জেলার সব পেশাদার চালকদের দৃষ্টি ও শ্রবণশক্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এরাদুল হক, ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন, বিআরটিএ-এর সহকারী পরিচালক আতিকুর রহমান, বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর